গত ৮ অক্টোবর ,২০২৪ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় শাদেরগাঁও উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ, গাজীপুর এ পরিচিতি প্রদান পর্বের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো অলি আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ। কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব ফারজানা ইয়াসমিন সোনিয়া। তিনি খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাদ্যের নিরাপদতা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস